সিরীয় শরণার্থীদের দেশে ফেরার আহ্বান
- By Jamini Roy --
- 12 December, 2024
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক সম্প্রতি সিরীয় শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয়তা তুলে ধরে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের সক্রিয় ভূমিকার আহ্বান জানান। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে জার্মানি ৮০ লাখ ইউরো আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।
দীর্ঘ ১৩ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর সিরিয়া নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে রয়েছে। দেশটির স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, "আমরা সিরিয়ার কিছুটা হলেও নতুন আশা দেখতে পাচ্ছি। যুদ্ধবিধ্বস্ত দেশটির মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে মানবিক হতে হবে।"
তিনি আরও বলেন, "বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয়প্রাপ্ত সিরীয় শরণার্থীরা যদি ইচ্ছুক হন, তবে তাদের নিজ দেশে ফিরে যাওয়ার পথ তৈরি করতে হবে। তবে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি এখনও অনিশ্চিত। শরণার্থীর সংখ্যা নতুন করে বাড়তে পারে। তাই আমরা নিয়মিতভাবে জাতিসংঘ ও সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছি।"
জার্মানিতে আশ্রয় নেয়া সিরীয় শরণার্থীদের বিষয়ে আনালেনা বেয়ারবক বলেন, "২০১৫ সালে ৮ লাখের বেশি শরণার্থী আমাদের দেশে আশ্রয় নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয় করে তাদের দেশে ফেরানোর উদ্যোগ নিতে চাই।"
এ প্রসঙ্গে জার্মান সরকার সিরিয়ার রাজনৈতিক আশ্রয় প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। এতে করে নতুন শরণার্থী গ্রহণের পথে সাময়িক বিরতি আসবে বলে ধারণা করা হচ্ছে।
সিরিয়ার পুনর্গঠনে ৮০ লাখ ইউরো আর্থিক সহায়তার ঘোষণা দিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানান, এই অর্থ সরাসরি শরণার্থীদের মধ্যে বিতরণ করা হবে। ধ্বংস হয়ে যাওয়া সিরিয়াকে পুনর্গঠনের জন্য জার্মানি ৮টি ধাপে কাজ করার পরিকল্পনা নিয়েছে।
তিনি বলেন, "যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে এই সহায়তা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর কাছেও আহ্বান জানাচ্ছি, তারা যেন উদারতার সঙ্গে শরণার্থীদের পাশে দাঁড়ায়।"
আনালেনা বেয়ারবক বলেন, "বিশ্বের প্রতিটি দেশকে মানবিকতার সঙ্গে সিরিয়ার মানুষদের সহায়তায় এগিয়ে আসতে হবে। সিরিয়ার পুনর্গঠন ও শরণার্থীদের পুনর্বাসনের জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।"